চট্টগ্রামে পুলিশের কাজে বাধাসহ চার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ আদালতের
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় পুলিশের কাজে বাধা ও আইনজীবীসহ বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা চারটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এ সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানা পুলিশের কাজে বাধা সৃষ্টি, আদালত প্রাঙ্গণে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ চারটি পৃথক মামলায় তদন্ত কর্মকর্তারা চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানির সময় চিন্ময় কৃষ্ণ দাস কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।
তবে শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
চিন্ময় দাস বর্তমানে কারাগারে রয়েছেন এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন