বাংলাদেশ

'ঐকমত্য কমিশন কোনো পক্ষ নয়, রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট সনদের লক্ষ্য' — ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে গঠিত কমিশন কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, কমিশনের লক্ষ্য হলো সংস্কারমূলক সুপারিশগুলোর আলোকে একটি জাতীয় সনদ প্রণয়ন, যা সকল রাজনৈতিক শক্তির সম্মতিতে সম্ভব হবে।

শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে এই মন্তব্য করেন তিনি।

ড. রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকাটাই স্বাভাবিক। তবে জাতীয় স্বার্থে সবাইকে আলোচনায় বসতে হবে এবং প্রয়োজনে কিছু ছাড় দিতেও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।” তিনি মনে করেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গঠনের মৌলিক কাঠামো নিয়ে ঐকমত্য সম্ভব।

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের নিজস্ব কোনো রাজনৈতিক লক্ষ্য নেই। এটি কোনো দলের প্রতিপক্ষ নয়। মূল উদ্দেশ্য হলো একটি গ্রহণযোগ্য জাতীয় রূপরেখা তৈরি করা।”

সংলাপে ১২ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক এবং এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, “আমরা সংস্কার কমিশনের সব সুপারিশের সঙ্গে একমত নই। তবে খোলামেলা আলোচনার মাধ্যমে যৌক্তিক মতামতে পৌঁছানো সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় উন্নয়নের জন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে অংশগ্রহণমূলক আলোচনার পরিবেশ গড়ে উঠবে।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।