বাংলাদেশ

সোহরাওয়ার্দীতে হেফাজতের মহাসমাবেশ, গুম-খুনের বিচারসহ চার দফা দাবি

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩ মে) সকালে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে সরকারকে চার দফা দাবি জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার, গুম-খুন ও মিথ্যা মামলার অবসান এবং কোরআন-সুন্নাহবিরোধী সুপারিশকারী নারী বিষয়ক সংস্কার কমিশনের বাতিল।

সকাল ৯টায় শুরু হওয়া এই সমাবেশ দুপুর ১টা পর্যন্ত চলার কথা থাকলেও ভোর থেকেই রাজধানীতে নেতাকর্মীদের ঢল নামে। সোহরাওয়ার্দী উদ্যান ছিল লোকারণ্য, সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

হেফাজতের দাবি অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা ও উপজেলার পাশাপাশি বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল থেকে বিপুল সংখ্যক অনুসারী ঢাকায় এসে যোগ দেন। চট্টগ্রাম থেকেই অর্ধলক্ষাধিক কর্মী এসেছেন বলে দাবি করেন নেতারা।

সমাবেশে বক্তারা সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অঙ্গনে মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যেসব নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর বিচার আজও হয়নি। এটি বিচারহীনতার দৃষ্টান্ত হয়ে রয়েছে।” তারা বর্তমান সরকার আমলে নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও তদন্ত দাবি করেন।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।