তিন জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি, দুদকের আবেদনে আদালতের নির্দেশ
সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম এবং রাজশাহীর দুই সাবেক উপজেলা চেয়ারম্যানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৬ মে), ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দুই ব্যক্তি হলেন—তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদ এবং গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
দুদকের আবেদনে জানানো হয়, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ঘনিষ্ঠ জাহাঙ্গীর আলম ও তার পরিবার অবৈধভাবে অর্জিত অর্থে বিদেশে পালানোর চেষ্টা করছেন। এ কারণে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা জরুরি হয়ে পড়ে।
অন্যদিকে রাজশাহীর দুই সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিসহ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা চলমান রয়েছে। তদন্ত কার্যক্রমের স্বার্থে তাদের দেশত্যাগ ঠেকাতে আদালতের কাছে নিষেধাজ্ঞার আবেদন জানায় দুদক।
মতামত দিন