বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত

বাংলাদেশ সীমান্তসংলগ্ন সংবেদনশীল এলাকাগুলিতে যৌথ টহল কার্যক্রম শুরু করেছে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এই উদ্যোগে ভারতের সরকারি রেল পুলিশ (জিআরপি) ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই যৌথ পদক্ষেপের মূল লক্ষ্য সীমান্ত অঞ্চলে রেলওয়ে অবকাঠামো, যাত্রী ও নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এলাকাগুলিতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই টহল চালানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এনএফআরের আওতাধীন বিভিন্ন বিভাগে বিশেষ গুরুত্ব দিয়ে এই নজরদারি চালানো হচ্ছে। রেললাইন, স্টেশন এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে যাতে অনুপ্রবেশ, হস্তক্ষেপ বা অন্যান্য সম্ভাব্য হুমকি চিহ্নিত করে প্রতিরোধ করা যায়।

এনএফআর সূত্রের বরাতে জানানো হয়, যৌথ বাহিনী এলাকায় নজরদারির পাশাপাশি রেলওয়ে সম্পদ ও জননিরাপত্তা নিয়ে যেকোনো ঝুঁকি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক কার্যকারিতা মূল্যায়ন করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার শাসনের পতনের পর ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রেলস্টেশনে অবৈধ প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ওই সীমান্ত অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে রোহিঙ্গাসহ নানা গোষ্ঠীর অনুপ্রবেশের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।