নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ থেকে শেষ মুহূর্তে বাদ মোস্তাফিজ, দলে খালেদ আহমেদ
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে হঠাৎ করেই স্কোয়াড থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ডিপিএলের (ঢাকা প্রিমিয়ার লিগ) লিগ পর্বে না খেললেও সুপার লিগে অংশ নেওয়ার মাধ্যমে যথেষ্ট প্রস্তুতি হয়েছে — এই যুক্তিতে তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচক প্যানেল। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে।
শনিবার (৩ মে) সিলেটে প্রথমবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ সামনে রেখে খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে বাড়তি প্রস্তুতির মনোভাব। ফিল্ডিং সেশনের পর নেটে ব্যাটিং-বোলিং অনুশীলনে ব্যস্ত সময় কাটান শামিম হোসেন, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ এবং নুরুল হাসান সোহান। জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়েই সিরিজটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন তারা।
এদিকে মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এক সময়ের দুর্দান্ত এই পেসার সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি, যেখানে বলার মতো কোনো পারফরম্যান্স ছিল না।
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে একাদশে সুযোগ না পাওয়ার পর জাতীয় দলের বাইরে আছেন মোস্তাফিজ। আর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তার প্রতি আগ্রহ কমেছে দলগুলোর, যা আরও স্পষ্ট হয়ে উঠেছে আইপিএল ও পিএসএল-এর নিলামে তার অনুপস্থিতিতে। ডিপিএলে আর্থিক বিরোধের কারণে লিগ পর্বে খেলেননি তিনি, তবে সুপার লিগে মোহামেডানের হয়ে অংশ নেন এবং সেখানে পাঁচ ম্যাচে ২৮ ওভার বল করে নির্বাচকদের সন্তুষ্ট করেন।
নির্বাচকরা দাবি করছেন, স্কোয়াড গঠনের সময় মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে সংশয় থাকলেও পরে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—যখন ডিপিএল শেষ হয়েছে তিন দিন আগেই, তখন এত দেরিতে সিদ্ধান্ত কেন? এমন সিদ্ধান্তের পেছনে কি ক্রিকেটারের নিজস্ব ইচ্ছাও কোনো ভূমিকা রেখেছে?
বাংলাদেশ ‘এ’ দল সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের। এই সিরিজকে কেন্দ্র করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার সুযোগ পাচ্ছেন অনেক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারই।
মতামত দিন