ডেটা সুরক্ষায় ব্যর্থতা: টিকটককে ৫৩ কোটি ইউরো জরিমানা করলো আয়ারল্যান্ড
ব্যবহারকারীর তথ্য সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে ৫৩ কোটি ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন (DPC)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ২৯৬ কোটি টাকা। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
DPC জানায়, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত (EEA) ব্যবহারকারীদের তথ্য চীনে প্রেরণের সময় টিকটক এই তথ্যগুলো চীনা কর্তৃপক্ষের নাগালের বাইরে থাকবে কিনা, সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি। ফলে ইউরোপীয় ইউনিয়নের সাধারণ ডেটা সুরক্ষা বিধিমালা (GDPR) লঙ্ঘনের কারণে এই বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে।
কমিশনের মতে, চীনা মালিকানাধীন এই অ্যাপটির কার্যক্রম ইউরোপীয় সুরক্ষা আইন অনুযায়ী পরিচালিত হয়নি। ইইএ অঞ্চলের অন্তর্গত ৩০টি দেশের ব্যবহারকারীদের তথ্য যথাযথভাবে সুরক্ষিত না রেখে চীনে পাঠানোয়, টিকটক বড় ধরনের গোপনীয়তা সংকটে জড়িয়ে পড়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনার মুখে পড়েছে টিকটক। এমন পরিস্থিতিতে মার্কিন বাজারে ঝুঁকি কমাতে এবং বিকল্প বাজার সম্প্রসারণের অংশ হিসেবে কোম্পানিটি এশিয়ার দিকে নজর দিয়েছে। এরই ধারাবাহিকতায়, টিকটক খুব শিগগিরই জাপানের ই-কমার্স খাতে প্রবেশ করতে যাচ্ছে।
জাপানি সংবাদমাধ্যম নিক্কেই জানিয়েছে, টিকটক সেখানে তাদের 'টিকটক শপ' সেবার জন্য বিক্রেতা নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। তবে বিষয়টি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি টিকটক।
মতামত দিন