বাংলাদেশ

বাগেরহাটে সড়ক সংস্কার ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন, প্রকৌশলীর অপসারণ দাবি

বাগেরহাট পৌর শহরের সড়ক সংস্কারে ধীরগতি ও দুর্নীতির অভিযোগে সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভীর অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা।

শুক্রবার (২ মে) বিকেলে শহরের দশানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আয়োজিত এ কর্মসূচিতে পৌর এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন। আয়োজনে বক্তব্য দেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান, যুবদলের সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের মেয়াদে শহরের সড়ক উন্নয়নে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরং রাস্তা সংস্কারের নামে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে বলে দাবি করেন তারা। বিশেষ করে সাবেক মেয়র খান হাবিবুর রহমান ও সহকারী প্রকৌশলী রেজাউল হক রিজভীর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন তারা।

বক্তারা আরও বলেন, দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র এখন পলাতক থাকলেও সংশ্লিষ্ট প্রকৌশলী এখনও দায়িত্বে বহাল আছেন এবং নিয়মিত অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধন থেকে দ্রুত রেজাউল হক রিজভীর অপসারণ এবং শহরের সড়কসমূহ দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

আপনি কি চান এই বিষয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা হোক?

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।