খাগড়াছড়িতে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক তরুণীকে (১৮) ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম (৩১), এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু তালেব গাজী (২৮)। শুক্রবার (২ মে) ভুক্তভোগীর করা মামলার পর পৃথক অভিযানে পুলিশ তাদের আটক করে।
লক্ষ্মীছড়ি থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১ মে সকালে ভুক্তভোগী তরুণী বাড়ির পাশের একটি খালে গোসল করতে গেলে অভিযুক্ত দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। প্রথমে একজন তাকে জোরপূর্বক ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে, এ সময় অপরজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ব্যক্তিও তরুণীকে যৌন নির্যাতনে অংশ নেয়।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর থানায় ভুক্তভোগী তাদের সনাক্ত করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মতামত দিন