জিআই সনদ পেল নওগাঁর বিখ্যাত 'নাক ফজলি' আম, আনন্দে জেলা জুড়ে উৎসবের আমেজ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিখ্যাত ‘নাক ফজলি’ আম ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদের স্বীকৃতি পেয়েছে। দীর্ঘ অপেক্ষার পর মূল্যবান এই স্বীকৃতি লাভে জেলাবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা।
আকৃতি ও স্বাদে অনন্য এই আম জাতটি বিশেষভাবে পরিচিত তার বড় আকৃতি, লম্বা গঠন, অতুলনীয় মিষ্টতা এবং প্রাকৃতিক সুগন্ধের জন্য। বদলগাছী অঞ্চলে এই আমের উৎপাদন সবচেয়ে বেশি হয়, যা স্থানীয় কৃষকদের আয়ের গুরুত্বপূর্ণ উৎস।
বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১ মে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ‘নাক ফজলি আম চাষি সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে জিআই সনদ হস্তান্তর করা হয়। সনদটি তুলে দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
কৃষি কর্মকর্তা ফারহান বলেন, “নাক ফজলি আম শুধু একটি ফল নয়, এটি বদলগাছী উপজেলার ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষিভিত্তিক অর্থনীতির একটি গর্বিত প্রতীক। এর স্বাদ, গুণগত মান এবং বহুমুখী ব্যবহারের কারণে দেশের বিভিন্ন প্রান্তে এর চাহিদা দিন দিন বাড়ছে।”
জিআই সনদ পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে নাক ফজলি আমের গ্রহণযোগ্যতা ও পরিচিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ‘নাক ফজলি’ আমের জন্য পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে জিআই সনদের জন্য আবেদন করা হয়। পরে সরকারি গেজেট (জার্নাল নং ৫৬) প্রকাশিত হলে নিয়ম অনুযায়ী দুই মাস অপেক্ষার পর কোনো আপত্তি না আসায় চূড়ান্তভাবে সনদ প্রদান করা হয়।
এর আগেও বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচু জিআই স্বীকৃতি পেয়েছে।
মতামত দিন