নির্বাচন নয়, এখন আলোচনা হচ্ছে করিডর নিয়ে: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ও নির্বাচন নিয়ে কোনো আলোচনা না করে এখন আরাকান আর্মির জন্য মানবিক করিডর তৈরির বিষয়ে কথা বলছে।
শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামির মুক্তি কতদূর ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, “চায়ের দোকানে সাধারণ মানুষ এখন প্রশ্ন তোলে—এই সরকার কি ক্ষমতা ধরে রাখতেই এসেছে? কারণ, বিগত ১৬ বছর ধরে জনগণ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা আশা করেছিলাম, এই সরকার একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের উদ্যোগ নেবে, যেখানে জনগণ নিজ হাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।”
তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল প্রথমেই গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেসব রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করা হয়েছে, সেগুলো দ্রুত প্রত্যাহার করা। পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনজীবন স্বাভাবিক রাখার ব্যবস্থা করা উচিত ছিল। এরপর একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করাই হওয়া উচিত ছিল অগ্রাধিকার।
সাবেক এই সংসদ সদস্য বলেন, “আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করেছে এবং পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এখনও এই দলীয়ীকরণ দূর করতে ব্যর্থ। প্রশাসনের ভেতরে এখনও নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চলছে।”
মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, “মূল ইস্যু নির্বাচন হলেও সেটি উপেক্ষা করে করিডর নিয়ে কথা বলা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে করিডর নিয়েই আলোচনা হচ্ছে। অথচ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কেবলমাত্র একটি বৈধ ও নির্বাচিত সরকার।”
মতামত দিন