বিনোদন

সালমান খানের ব্যক্তিগত আচরণ নিয়ে মুখ খুললেন মিকা সিং

বলিউডের সুপারস্টার সালমান খান সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন জনপ্রিয় গায়ক মিকা সিং। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দিনের বেলায় সালমান যেমন থাকেন, রাতের বেলায় তিনি একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন।

ভারতের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সালমান খানের আচরণে প্রায়ই মুডের তারতম্য লক্ষ্য করা যায়। মিকার ভাষায়, রাতের খাবারের পর সালমান কখনও কখনও অল্প পরিমাণে মদ্যপান করেন, আর তখনই তার মধ্যে এক সহজ-সরল রূপ ধরা দেয়।

মিকা সিং জানান, একবার সালমানের সঙ্গে নৈশভোজের সুযোগ হয়েছিল তার। সেই অভিজ্ঞতা নিয়ে মিকা বলেন, “সালমান দাদার সঙ্গে রাতের খাবার খেয়েছিলাম। তখন তিনি একটু মদও পান করেন। এরপর দেখা গেল, চুপচাপ থাকা মানুষটা হঠাৎ করে শিশুসুলভ আচরণ শুরু করলেন। যেন আমি আর উনিও সমান এক বন্ধুত্বপূর্ণ জগতে চলে এলাম।”

গায়ক আরও বলেন, “অনেকেই ভুল করে ফেলেন, এমন মুহূর্তে সালমানের সঙ্গে সময় কাটানোকে হালকাভাবে নেন। আমি কিন্তু সেটা কখনো করি না। তার সঙ্গে সেই মুহূর্তগুলো খুবই মূল্যবান।”

সালমানের সঙ্গীতপ্রেম প্রসঙ্গেও মুখ খুলেছেন মিকা। তিনি বলেন, “সালমান গান ভালোবাসেন। একদিন তিনি আমাকে একটা গান গাইতে বলেছিলেন, আমি তখন পুরো গানটি গেয়ে শোনাই। হয়তো তিনি আমাকে একটু মজার মানুষও ভাবতে পারেন।”

মিকা আরও জানান, সালমান রাতের দিকে অনেকটাই বদলে যান। মাঝরাতে কিংবা ভোরবেলা হঠাৎ করেই কাছের মানুষদের ফোন করেন তিনি। এমনকি ভোর চারটার সময়ও ফোন আসতে পারে সালমানের কাছ থেকে, আর সেই সময় ফোন না ধরলে রেগেও যান তিনি।

উল্লেখ্য, বলিউডে সালমান খান ও মিকা সিং বহু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সালমানের সিনেমার গান গেয়ে মিকা পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তাঁদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘দেশি বিট’, ‘আজ কি পার্টি’, ‘পার্টি চলে অন’, ও ‘ডিঙ্গা চিকা’র মতো হিট গান।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।