মেট গালায় অভিষেকেই আলোড়ন তুললেন শাহরুখ খান
নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়ামে আয়োজিত কস্টিউম ইনস্টিটিউট-এর বার্ষিক উৎসব 'মেট গালা'র ২০২৫ আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে নজর কাড়লেন বলিউড তারকা শাহরুখ খান।
‘ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত’ হিসেবে পরিচিত এই আয়োজনে বলিউড সুপারস্টার হাজির হন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা রাজকীয় পোশাকে। তাঁর পরনে ছিল কালো স্যুট, কোমরবন্ধ, কালো সিল্কের ভি-নেক শার্ট ও লম্বা টেলকোট। বুকের ওপর ঝুলছিল একটি ‘K’ অক্ষর খচিত পেনডেন্ট, হাতে ছিল ছড়ি, এবং তাঁর লুকে ছিল ভারী গহনার ছোঁয়া—সব মিলিয়ে এক অনবদ্য রাজকীয় উপস্থিতি।
মেট গালার রেড কার্পেটে এই প্রথমবার পা রেখেই ইতিহাস গড়লেন শাহরুখ। তিনিই ভারতের প্রথম পুরুষ অভিনেতা, যিনি এই আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে এমন নজরকাড়া উপস্থাপনা করলেন।
মেট গালার উপস্থিত দর্শক থেকে শুরু করে অনলাইনভিত্তিক ফ্যাশন কমিউনিটি—সবার প্রশংসা কুড়িয়েছেন ‘কিং খান’। নব্বইয়ের দশকের স্টাইলিশ চার্ম যেন ফিরে এসেছে তাঁর এই রাজসিক অভ্যুত্থানে।
উল্লেখ্য, গত বছর একই আয়োজনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে চমক দেখিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবারের আসরে শাহরুখ খান সেই ধারাবাহিকতায় ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করলেন আরও বড় পরিসরে।
মতামত দিন