নিউ ইয়র্কে শুরু হয়েছে আলোচিত ফ্যাশন ইভেন্ট মেট গালা, মাতৃত্বের আলোয় উজ্জ্বল কিয়ারা আদভানি
নিউ ইয়র্কের প্রখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালা, যা আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইনস্টিটিউট গালা নামেও পরিচিত, এবারও জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে। এই ইভেন্টে নজর কেড়েছেন বলিউড তারকা কিয়ারা আদভানি, যিনি বর্তমানে মা হওয়ার অপেক্ষায় রয়েছেন।
গর্ভাবস্থাতেই মেট গালার মতো আন্তর্জাতিক মঞ্চে পা রেখে চমকে দিয়েছেন কিয়ারা। অনন্য ফ্যাশন সেন্স ও আভিজাত্যে তিনি মুগ্ধ করেছেন উপস্থিত দর্শক ও ভক্তদের। বলিউডে ফ্যাশন আইকন হিসেবে কিয়ারার পরিচিতি আগে থেকেই রয়েছে, আর এবার সেই সুনাম আরও একধাপ উঁচুতে নিয়ে গেলেন তিনি।
মেট গালার লালগালিচায় কিয়ারা উপস্থিত হন কালো ও সোনালি রঙের অপূর্ব এক পোশাকে, যার ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। এই পোশাকের বিশেষত্ব ছিল একটি সাদা-কালো বর্ডারযুক্ত টেল, যা তার উপস্থিতিকে করে তোলে আরও মনোমুগ্ধকর। মাতৃত্বের আভা তার সৌন্দর্যে যোগ করেছে এক অনন্য দীপ্তি।
ইভেন্টে কিয়ারা বলেন, “গর্ভাবস্থায় এই ধরনের একটি আন্তর্জাতিক ফ্যাশন শোতে হাঁটা আমার জন্য অত্যন্ত আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি আমার স্টাইলিস্ট অনৈতা ও ডিজাইনার গৌরব গুপ্তার প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই যাত্রায় দারুণভাবে সহযোগিতা করেছেন।”
এবারের মেট গালায় কিয়ারার পাশাপাশি আরও কয়েকজন ভারতীয় তারকাও অংশ নিয়েছেন। প্রথমবারের মতো এই মঞ্চে দেখা গেছে বলিউড কিং শাহরুখ খানকে। এছাড়া উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী আলিয়া ভাট মেট গালায় সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে নজর কেড়েছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে।
মতামত দিন