বাণিজ্য

দফায় দফায় বাড়ার পর স্বর্ণের দামে বড় ধরনের পতন, নতুন দাম ঘোষণা বাজুসের

টানা চারবার দাম বৃদ্ধির পর এবার স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার (৩ মে) থেকে নতুন মূল্যহার অনুযায়ী দেশের বাজারে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে।

বাজুস জানায়, সর্বশেষ মূল্য সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৫ হাজার ৩৪২ টাকা কমানো হয়েছে। এখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ভিত্তিতে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে ২৩ এপ্রিল স্বর্ণের দাম সর্বোচ্চ মাত্রায় বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি প্রতি মূল্য ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সে সময় একদিনের ব্যবধানে দাম বাড়ে ৫ হাজার ৩৪২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ২৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল আরও বেশি—মোট ৬২ বার দাম সমন্বয়ের মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং কমেছিল ২৭ বার।

অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮৪৬ টাকায়। ২১ ক্যারেট ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ টাকায়।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।