বাণিজ্য

এনআরবিসি ব্যাংকের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন ড. তৌহিদুল আলম খান

এনআরবিসি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. তৌহিদুল আলম খান।

সোমবার (৫ মে) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পদে যোগ দেন বলে মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকিং খাতে ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা থাকা ড. তৌহিদুল এর আগে ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

তার পেশাগত যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে। এরপর প্রাইম ব্যাংকে সিন্ডিকেশনস অ্যান্ড স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগে নেতৃত্ব দেন এবং দেশে বেসরকারি খাতে যৌথ অর্থায়ন (syndicated financing) ব্যবস্থার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি প্রাইম ব্যাংক ও ব্যাংক এশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে রয়েছে প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (CBO), প্রধান ঋণ ঝুঁকি কর্মকর্তা (CRO) এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা (CAMLCO)।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা ড. তৌহিদ আইসিএমএবি-এর একজন ফেলো সদস্য। ব্যাংকিং খাতে টেকসই ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার জন্য তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া, তিনি দেশের প্রথম সার্টিফায়েড সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাসিউরার (CSRA) হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।