খেলা

বাংলাদেশি নাগরিকত্ব পেলেন সামিত সোম, সেরা একাদশেও জায়গা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাতে উঠে এসেছে সামিত সোমের ই-পাসপোর্ট। ফলে আনুষ্ঠানিকভাবে তিনি এখন বাংলাদেশের নাগরিক।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসির হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন সামিত সোম, তখনও পাসপোর্ট হাতে পাননি। তবে সেই ম্যাচের পারফরম্যান্সের স্বীকৃতি যখন পেলেন, ততদিনে তিনি হয়ে উঠেছেন একজন বৈধ বাংলাদেশি নাগরিক।

ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ওই ম্যাচে কাভালরির অধিনায়ক হিসেবে মাঠে নামেন সামিত। যদিও গোল বা অ্যাসিস্টের খাতায় নাম লেখাতে পারেননি, তবু তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন। ম্যাচটি ২-১ গোলে জয়ী হয় সামিতের দল।

এই পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা করে নিয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা একাদশে। তার সঙ্গে একই দল থেকে আরও তিনজন ফুটবলার—টোবিয়াস ওয়ারচেস্কি, ফ্রেজার ও সার্জিও কামার্গো—এই তালিকায় রয়েছেন।

বর্তমানে ৮ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই লিগের পয়েন্ট টেবিলে কাভালরি এফসি রয়েছে পঞ্চম স্থানে। তারা এখন পর্যন্ত ৪ ম্যাচে এক জয়, এক ড্র এবং দুই পরাজয়ের মুখ দেখেছে। অন্যদিকে, অ্যাটলেটিকো ওটোয়া ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার বিষয়টি দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২ মে) কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে ই-পাসপোর্টের জন্য আবেদন করেন সামিত। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তার পাসপোর্ট প্রস্তুত হয়ে যায় এবং তা পৌঁছে যায় বাফুফের কাছে।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।