আন্তর্জাতিক

কাশ্মীরের পহেলগাম হামলাকারীরা এখনো দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে: এনআইএ সূত্র

কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (NIA) সংশ্লিষ্ট সূত্র। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা এখনও দক্ষিণ কাশ্মীরের দুর্গম বনাঞ্চলে আত্মগোপনে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২২ এপ্রিল দুপুরে পহেলগামের বৈসরণ উপত্যকায় চারজন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং বাকি দুজন স্থানীয় কাশ্মীরি বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে একাধিক তল্লাশি অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা যায়নি। এদের প্রত্যেকের স্কেচ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।

এনআইএ-র একটি সূত্র জানায়, শুধু হামলাকারীরাই নয়, দক্ষিণ কাশ্মীরের ওই জঙ্গলঘেরা এলাকাগুলোতে আরও অনেক সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ অবস্থান করছে। তবে তারা মূল হামলাকারীদের থেকে কিছুটা দূরে অবস্থান করলেও, প্রয়োজনে ‘কভার ফায়ার’ দেওয়ার জন্য প্রস্তুত আছে।

এই হামলার জবাবে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আভাস দিলেও হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, তারা ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছে। তবে এনআইএ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তারা এখনো কাশ্মীর ত্যাগ করেনি।

পহেলগাম হামলার ঘটনায় একাধিক প্রশ্ন উঠে এসেছে—হামলাকারীরা কীভাবে নিরাপত্তা বেষ্টনী ভেদ করল, তারা পালাল কোন পথ দিয়ে, গোপনে যোগাযোগের জন্য কোন অ্যাপ ব্যবহার হয়েছে এবং স্থানীয় কারও সহায়তা ছিল কিনা—এসব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, এখন মূল লক্ষ্য হলো জঙ্গলে আত্মগোপনে থাকা হামলাকারীদের খুঁজে বের করা এবং তাদের আইনের আওতায় আনা।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।