বিনোদন

‘সুগার ড্যাডি’ নিয়ে খোলামেলা বক্তব্য দিয়ে আলোচনায় ফারিয়া শাহরিন

লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিছু বিস্ফোরক মন্তব্য করে আবারো আলোচনায় এসেছেন। বিশেষ করে, ‘সুগার ড্যাডি’ প্রসঙ্গে তার মন্তব্য নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

অল্প কিছু সময়ের বিরতি শেষে আবার অভিনয়ে ফেরেন ফারিয়া। দর্শকপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ফাইভে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে নিজের ক্যারিয়ার, কাজের ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে শোবিজ অঙ্গনে নারীদের আয়ের প্রকৃত উৎস নিয়ে প্রশ্ন ওঠে। উত্তরে ফারিয়া বলেন, “এই ইন্ডাস্ট্রিতে অনেকেই নিজের বাড়ি-গাড়ির মালিক। কিন্তু আমি এখনো এসবের কিছুই অর্জন করিনি। কারণ আমি খুব বেশি কাজ করিনি, আর যেটুকু করেছি সততার সঙ্গে করেছি। স্বাভাবিকভাবেই তাই আমার গাড়ি বা ফ্ল্যাট নেই।”

তিনি আরও বলেন, “আজীবন বাবার গাড়িতেই চলেছি। কেউ কেউ অল্প কাজ করেও বেশ সম্পদ গড়তে পারেন, কারণ হয়তো তাদের অতিরিক্ত কোনো সহায়তা থাকে। যেমন, 'সুগার ড্যাডি'। আমার জীবনে এমন কেউ কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না—এটা নিশ্চিতভাবে বলতে পারি।”

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে আলোচনায় আসেন ফারিয়া। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে নাটক, বিজ্ঞাপন এবং সিনেমায় কাজ করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।

তার সাম্প্রতিক মন্তব্যগুলো আবারো প্রমাণ করে, তিনি সব সময় স্পষ্টবাদী এবং বাস্তবতা নিয়ে কথা বলতে পছন্দ করেন—যা তাকে ভিন্নমাত্রার একজন শিল্পী হিসেবে আলাদা করে তোলে।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।