ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নৃশংস ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ধর্মের নামে সহিংসতা ও বৈষম্যের কড়া সমালোচনা করেন এবং প্রশ্ন তোলেন—‘বাংলাদেশ কি শুধু একটি ধর্মের দেশ?
অভিনয়ের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বরাবরই সরব রুকাইয়া জাহান চমক। এবার তিনি প্রতিবাদ জানিয়েছেন ভালুকায় সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ কি শুধু একটি ধর্মের দেশ? অন্য ধর্মাবলম্বীদের কি এখানে সমান অধিকার নেই?’
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের জন্য সমান রাজনৈতিক ও সামাজিক সুযোগ নিশ্চিত না করা হলে সাম্প্রদায়িক ও একপাক্ষিক বর্ণনা কখনোই বন্ধ হবে না।
অভিনেত্রী স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, সব ধর্ম ও পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হবে। ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করাকে তিনি প্রকৃত ধর্ম বলে মানতে নারাজ। তার মতে, সৃষ্টিকর্তার নামে মানুষ হত্যা কোনো ধর্ম হতে পারে না; বরং এটি ক্ষমতা ও অর্থ লুটের একটি হাতিয়ার।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, স্রষ্টা যখন পৃথিবীতে নানা ধর্ম ও পরিচয়ের মানুষের সহাবস্থানের সুযোগ দিয়েছেন, তখন ধর্মের অজুহাতে কাউকে হত্যা করার অধিকার কারও নেই। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের কাছে ধর্ম একটি ব্যবসা ও ক্ষমতার মাধ্যম ছাড়া আর কিছু নয়।
চমকের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। তবে বিষয়টি নিয়ে পরবর্তীতে অভিনেত্রী আর কোনো মন্তব্য করেননি।
