বাংলাদেশ ইস্যুতে ভারতকে হুমকি পাকিস্তানের শাসকদল পিএমএল-এনের নেতার
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল-এন)-এর এক নেতা বাংলাদেশ ইস্যুতে ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে। যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন, পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়।”
এই নেতা কামরান সাঈদ উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, একটি ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন, “যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে। যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন, পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’-এর চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান তা মেনে নেবে না।
উসমানী দাবি করেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও একই পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তিনি অভিযোগ করেন, সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে উসকানি দিচ্ছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।
তিনি প্রস্তাব দিয়ে বলেন, “আমাদের প্রস্তাব হলো—বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে একটি সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা প্রয়োজন।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠিত হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে
