এ ধরনের হামলা সংবাদমাধ্যম, সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভয়ংকর বার্তা: নূরুল কবীর

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোদ্য ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত হামলাকে ‘মধ্যযুগীয় কায়দার বর্বরতা’ হিসেবে আখ্যা দিয়েছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি ও দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তিনি বলেন, এ ধরনের হামলা কেবল সংবাদমাধ্যমের ওপর আঘাত নয়; বরং পুরো সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই এটি একটি ভয়ংকর বার্তা।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। দেশে চলমান ‘মব ভায়োলেন্স’-এর প্রতিবাদে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সূচনা বক্তব্যে নূরুল কবীর বলেন, “হামলাকারীরা মধ্যযুগীয় কায়দায় মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। যখন অফিসে সবাই কাজ করছিল, তখন চারদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকল বাহিনী যেন পৌঁছাতে না পারে, সে জন্য পথও বন্ধ করে দেওয়া হয়েছিল। মতভিন্নতার কারণে যাদের সঙ্গে তাদের বিরোধ, তাদের মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারাই ছিল এই গোষ্ঠীর উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “পৃথিবীর কোনো সমাজ যদি এ ধরনের ঘটনা সহ্য করে এবং এর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তাহলে শুধু কয়েকটি প্রতিষ্ঠান নয়—পুরো সমাজব্যবস্থাই ধ্বংসের পথে চলে যাবে। সমাজের অগ্রগতি ও উন্নতির সব সম্ভাবনাই তখন রুদ্ধ হয়ে পড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *