দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, “আমার অনুরোধ থাকবে—আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তারেক রহমানের নেতৃত্বে যে ভবিষ্যৎ কল্পনা করছি, সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার জন্য পর্যাপ্ত সুযোগ থাকে।”
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দলটি দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধানসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে এ সভার আয়োজন করে।
গত ৫৩ বছরে কোনো গণমাধ্যম কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, “এই প্রথম ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। কেন? আমরা কী অপরাধ করেছি? আমি সব গণমাধ্যমের প্রতি অনুরোধ করব—আপনারা সত্যিকার অর্থে এ প্রশ্নটি তুলবেন।”
তিনি আরও বলেন, “যেকোনো রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হওয়া উচিত সমালোচনামূলক মতপ্রকাশের স্বাধীনতা। মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে, কিন্তু সেই সঙ্গে সমালোচনা করার স্বাধীনতাও থাকতে হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে মাহফুজ আনাম বলেন, “এখন আপনি গণমাধ্যমের প্রতি বেশ বন্ধুত্বপূর্ণ, কারণ আপনি ক্ষমতার বাইরে আছেন। ক্ষমতায় গেলে আপনি কেমন আচরণ করবেন, সেটিই আমাদের দেখার বিষয়—আপনি তখনও কি একইভাবে উদার থাকবেন এবং সমালোচনা গ্রহণ করবেন?”
তিনি বলেন, “৫৩ বছরের ইতিহাসে কোনো সরকারই প্রকৃত অর্থে সমালোচনামূলক সাংবাদিকতাকে গ্রহণ করেনি। আমি আশা করি, এই নতুন বাংলাদেশে আপনারা সমালোচনাকে গ্রহণ করবেন।”
আলোচনার শেষে মাহফুজ আনাম আবারও বলেন, “আমার অনুরোধ থাকবে—তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সুযোগ পায়।”
