সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয়। এর পরপরই ওই দুই সংবাদমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খুঁজে না পাওয়ার বিষয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেন্ট্রালিস্ট নেশন টিভির ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, মেটা ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ডাউন করে দিয়েছে, যেখানে প্রায় ২০ লাখ অনুসারী ছিল। অন্য একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর প্রায় ২২ লাখ অনুসারীর ফেসবুক পেজটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
