আসাম যেন ‘টাইম বোমা’র ওপর বসে আছে: বিজেপি

বাংলাদেশ থেকে ‘সেভেন সিস্টার্স’ প্রসঙ্গে দেওয়া সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে ভারতে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে ‘উগ্রপন্থি তৎপরতা’ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করে আসাম ও উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে আসাম বিজেপি। দলটির দাবি, আসাম বর্তমানে এক ধরনের ‘টাইম বোমা’র ওপর অবস্থান করছে, যা একটি কঠিন ভূরাজনৈতিক বাস্তবতা। তাদের মতে, সীমান্তপারের এই পরিস্থিতি শুধু রাজনৈতিক ইস্যু নয়; বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি বড় ধরনের হুমকি হয়ে উঠছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই জানিয়েছে, প্রতিবেশী বাংলাদেশে বাড়তে থাকা কথিত ‘উগ্রপন্থি প্রবণতা’ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে আসাম রাজ্য বিজেপি। দলটির ভাষ্য অনুযায়ী, এই প্রবণতা একটি বিপজ্জনক ও ক্রমবর্ধমান বাস্তবতা, যা সরাসরি আসামসহ পুরো উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

আসাম বিজেপি বলছে, এ ধরনের পরিস্থিতিকে উপেক্ষা করা কোনোভাবেই উদারতার পরিচয় নয়; বরং তা হবে সচেতন অবহেলা। দলটির বিবৃতিতে সীমান্তে দুর্বল নজরদারি এবং অতীতের সীমান্ত পারাপারের ঘটনাগুলোকে বিশেষ উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

আসাম রাজ্য মন্ত্রিসভার সদস্য পীযূষ হাজারিকার সাম্প্রতিক এক মন্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। ওই মন্তব্যে তিনি আসাম সীমান্ত থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে সংঘটিত দীপু চন্দ্র দাসকে প্রকাশ্যে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিহত ব্যক্তির আত্মার শান্তি কামনা করেন।

পীযূষ হাজারিকার মতে, জনসংখ্যাগত পরিবর্তন ও উসকানিমূলক প্রচার কীভাবে বাস্তব জীবনে ভয়াবহ সহিংসতায় রূপ নিতে পারে, এই ঘটনাই তার স্পষ্ট উদাহরণ। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের নিরাপত্তা, সংস্কৃতি ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আসাম বিজেপি সতর্ক করে জানায়, এ বিষয়ে যদি এখনই নিষ্ক্রিয়তা দেখানো হয়, তবে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি আসামের পরিচয়, সার্বভৌমত্ব ও সামগ্রিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

দলটির বিবৃতিতে আরও বলা হয়, উগ্রপন্থি মতাদর্শের বিস্তার কোনো ভীতি ছড়ানোর কৌশল নয়; এটি একটি কঠিন ভূরাজনৈতিক বাস্তবতা। এমন পরিস্থিতিতে আসাম যেন একটি ‘টাইম বোমা’র ওপর বসে আছে— এই উপলব্ধি থেকে সতর্কতা, সচেতনতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন অপরিহার্য।

আসাম বিজেপি ও রাজ্যের মন্ত্রীরা একমত পোষণ করে বলেন, সীমান্তপারের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এই অঞ্চলের জন্য এখন জাতীয় অগ্রাধিকার হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *