ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কাল কে?: রুকাইয়া জাহান চমক

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রাখো—শহীদ, বীর শরিফ ওসমান হাদি।”

এরপর দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি হাদির মৃত্যু ঘিরে নানা সংবেদনশীল বিষয় তুলে ধরেন এবং সমাজ ও রাষ্ট্রের বর্তমান বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে তিনি লেখেন, “সে কোনো এমপি-মন্ত্রী ছিল না, কারও অধিকার আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের ওপর অন্যায় করেনি। তবুও সামান্য কথার দায়ে একটি জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে? যে বাকস্বাধীনতার জন্য এত আন্দোলন, এত স্লোগান—আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কাল কে? এই প্রশ্নগুলো এখনই নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময়।”

নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেত্রী আরও লেখেন, “আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি। তাঁর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই। তবুও আজ মনটা অস্থির হয়ে উঠছে, ভেতরে এক গভীর অস্বস্তি কাজ করছে।”

পোস্টের শেষে তিনি লেখেন, “শরিফ ওসমান হাদি (১৯৯৩—ইনফিনিটি)।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *