লেখাঃ সৈকত আমীন কবি ও গণমাধ্যমকর্মী
ভবনে আগুন জ্বালিয়েও প্রথম আলোর কোনো সংবাদ এক মিনিট ডিলে করাতে পারে নাই। পারবেও না। এমন শতশত মবেও প্রথম আলোর মনোবল ভাঙবে না। শক্ত হবে। শুধু একটা ব্যক্তিগত আফসোস তৈরি হলো। কারওয়ান বাজারে এখনো মবের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি। সাংবাদিকেরা প্রতিরোধ করতে গেল না। বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো লাইভে উস্কানী দিয়ে মব জড় করলো, ভবন চিনিয়ে দিলো, ঢোকার রাস্তা বাতলে দিলো, তথাকথিত সাংবাদিকেরা লাইভ করতে ব্যস্ত থাকলো, প্রতিরোধ করতে গেল না।
ব্রাভো কমরেডস, ব্রাভো! এই আগুন আপনাদের দিকেও আসবে। আমরা প্রতিরোধ করবো। সংবাদ দিয়ে, সাহস দিয়ে।
নিউজ মাস্ট গো অন…
