আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের প্রার্থিতার বিষয়টি জানান।
পোস্টে মেঘনা আলম বলেন, ঢাকা–৮ আসনকে দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনীতিতে বহুবার “দেশকে সিঙ্গাপুর বানানো হবে”—এ ধরনের ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে। কিন্তু বাস্তবে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হলে প্রয়োজন বৈশ্বিক চিন্তাধারা, শিক্ষা ও অভিজ্ঞতায় গড়ে ওঠা নেতৃত্ব, যারা আন্তর্জাতিক পরিসরেও গ্রহণযোগ্য।
নিজেকে সে ধরনের নেতৃত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবভিত্তিক ও টেকসই রূপান্তরই তার লক্ষ্য।
ঢাকা–৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেন মেঘনা আলম। তিনি বলেন, এর মাধ্যমে চলাচলের সময় নারীরা যেন স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার না হন, তা নিশ্চিত করা হবে।
এ ছাড়া এলাকায় একটি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথা জানান তিনি, যাতে মানুষ নিরাপদে হাঁটা ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।
জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম চালুর প্রতিশ্রুতিও দেন মেঘনা আলম। এসব স্থাপনায় গোসল, ব্রেস্টফিডিং, শিশুর ডায়াপার পরিবর্তনের সুবিধা থাকবে। পাশাপাশি কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি, যাতে বস্তিবাসী, পথচারী ও পার্কে আসা সাধারণ মানুষ পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।
আরও বেশ কিছু উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মেঘনা আলম বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা–৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
