ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিলো না। একাত্তর প্রজন্মটা এতো মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আলোচক কাজী মোহাম্মদ ইব্রাহিম। ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা ও আলোচনা চলছে।
ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমরা স্বাধীন হয়েছি ১৯৪৭ সালের ১৪ আগস্টে। বাংলাদেশিরাই তখন পাকিস্তান রাষ্ট্র গঠনে ৬০ শতাংশ ভূমিকা রেখেছে, আর পাঞ্জাবী-পাঠানরা করেছে ৪০ শতাংশ। শেরে বাংলা ফজলুল হক, শেখ মুজিবসহ আলেম-ওলামারাও তখন আন্দোলনে ছিলেন। তাহলে সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না?”
আরেক অংশে ইব্রাহিম আরও বলেন, “তুমি তো জোহর পড়ছ— ফরজ আদায় হচ্ছে। আবার জোহরের নিয়ত করা বা বারবার পড়ার চেষ্টা— এটা কি শয়তানি না? একইভাবে ১৯৭১-এ যা হয়েছে, তা ছিল ভারতীয় চক্রান্ত। আগরতলা ষড়যন্ত্র মামলা ঠিক মামলাই ছিল। এই দেশকে ১৯৭১-এ খুন করেছে ভারত আর আওয়ামী লীগ মিলে।”
তিনি আরও বলেন, “যারা ভারতের বন্ধু, তারা বাংলাদেশের শত্রু। ড. ইউনূসসহ সকল ভারত-বন্ধু ব্যক্তির বিচার করতে হবে। প্রয়োজনে বিচার শেষে আমরা অবস্থান পরিবর্তন করব। বাংলাদেশের কোথাও কোনো ভারত-বন্ধুকে পদে থাকতে দেওয়া হবে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত এই বক্তব্যের পাশাপাশি, ইউটিউবেও তার আরও কয়েকটি ওয়াজের ভিডিও পাওয়া গেছে, যেখানে প্রায় একই ধরনের মন্তব্য করেন তিনি।
