সংগীত–সংস্কৃতি নিয়ে পরিকল্পনা না দিলে ভোট নয়: হামিন আহমেদ

জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচনী ইশতেহার নিয়ে দাবি জোরালো হচ্ছে। এবার সেই দাবিতে সরাসরি সুর তুললেন দেশের রকসংগীত অঙ্গনের অন্যতম মুখ, ব্যান্ড মাইলসের প্রধান সদস্য হামিন আহমেদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন—সংগীত ও সংস্কৃতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা না থাকলে রাজনৈতিক দলগুলোকে ভোট দেবেন না সংগীতপ্রেমীরা।

পোস্টে তিনি লেখেন, “জাতীয় নির্বাচন সামনে। সংগীতস্রষ্টা, শিল্পী ও সংগীতপ্রেমীরা জানতে চান—ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক ও সংগীতভিত্তিক ইশতেহার কী?”

হামিন প্রশ্ন তোলেন, দেশের ৫৪ বছরের ইতিহাসে কেন কোনো রাজনৈতিক দলই সংগীতের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে তাদের নির্বাচনী ইশতেহারে স্থান দেয়নি। তার ভাষায়, “অন্য সবকিছু নিয়ে পরিকল্পনা ঘোষণা করা হয়, কিন্তু সংগীত নিয়ে নয়!”

পোস্টের মন্তব্যে তিনি জনগণের ভোটক্ষমতাকে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ তৈরির উপায় হিসেবে ব্যবহারের আহ্বান জানান। তিনি লেখেন, “বাংলাদেশে কত কোটি মানুষ গান ভালোবাসেন—২, ৩ বা ৪ কোটি, নাকি আরও বেশি? এত বড় একটি শ্রোতাগোষ্ঠী যদি দাবি তোলে যে দলগুলো সংগীত–সংশ্লিষ্ট পরিকল্পনা ঘোষণা না করলে ভোট দেবে না—তাহলে কী হবে? ভোটের প্রয়োজন সবারই। আর এটাই আমাদের নাগরিক ক্ষমতা—এটা ব্যবহার করুন।”

হামিন আহমেদের এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শিল্পীরা পোস্টটিকে স্বাগত জানিয়েছেন। সংগীতশিল্পী বিপ্লব মন্তব্য করেন, “সঠিক বলেছেন।” আয়েশা মৌসুমী লিখেছেন, “ভালো প্রশ্ন—এখনই উদ্যোগ নিতে হবে।”
পোস্টটি শেয়ার করে শিরোনামহীন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক লিখেছেন, “সংগীত করে জীবন কাটাতে চাই—এ দেশে সম্ভব না হলে অন্য দেশে।”

এ ছাড়া সংগীতশিল্পী জন কবির, অদিত রহমানসহ আরও অনেকে পোস্টটি শেয়ার করে সমর্থন জানিয়েছেন। সংগীত–সংশ্লিষ্টদের মতে, দেশের বৃহৎ এই শিল্পকে এগিয়ে নিতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও সুনির্দিষ্ট সরকারি পরিকল্পনা সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *