প্রথমবারের মতো মদ বিক্রি শুরু সৌদি আরবে

সৌদি আরব ইতিহাসে প্রথমবারের মতো অ-মুসলিম বিদেশি বাসিন্দাদের জন্য মদ বিক্রির অনুমতি দিয়েছে। এখন থেকে দেশটিতে বসবাসরত অ-মুসলিম বিদেশিরা মদ কিনতে পারবেন—তবে এর জন্য মাসে ন্যূনতম ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) আয় থাকতে হবে। খবর নিউইয়র্ক পোস্ট

তথ্য অনুযায়ী, শুধুমাত্র উচ্চ আয়ের বিদেশিরাই রাজধানী রিয়াদের একমাত্র লাইসেন্সধারী মদের দোকানে প্রবেশের সুযোগ পাবেন। দোকানে প্রবেশের আগে তাদের বেতনের সার্টিফিকেট দেখাতে হবে।

বহু দশক ধরে সৌদি আরবে মদের ওপর কঠোর নিষেধাজ্ঞা চললেও সাম্প্রতিক বছরগুলোতে সমাজ ও প্রশাসনে ব্যাপক সংস্কারের অংশ হিসেবে কিছু বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে।

গত বছর চালু হওয়া রিয়াদের প্রথম লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানটি শুরুতে কেবল বিদেশি কূটনীতিকদের কাছে মদ বিক্রি করত। তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অ-মুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারীরাও ওই দোকান থেকে মদ কিনতে পারবেন।

‘প্রিমিয়াম রেসিডেন্সি’—বা সৌদি গ্রিন কার্ড—সেসব দক্ষ পেশাজীবী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দেওয়া হয়, যারা গত পাঁচ বছরে অন্তত ৩০ মাস সৌদি আরবে বসবাস করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *