ভারতের হায়দ্রাবাদে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের পাশের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার প্রস্তাব দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি। আসন্ন ‘তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’ ঘিরে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কোনো দেশে এভাবে মার্কিন প্রেসিডেন্টকে সড়কের নামকরণের মাধ্যমে সম্মান জানানোর এটি প্রথম নজির হতে পারে।
প্রযুক্তিখাতে হায়দ্রাবাদের উত্থানে ভূমিকা রাখা কোম্পানিগুলোকেও সম্মান জানাতে চাইছে রাজ্য সরকার। এ কারণে আরও কয়েকটি সড়কের নাম প্রস্তাব করা হয়েছে—
- গুগল স্ট্রিট
- মাইক্রোসফট রোড
- উইপ্রো জংশন
স্থানীয় প্রশাসনের দাবি, ভারতের প্রযুক্তি খাতে দীর্ঘদিনের বিনিয়োগ ও অবদানের স্বীকৃতিতেই এমন নামকরণ উদ্যোগ। ইতোমধ্যে শহরের আরেকটি সড়ককে ‘টাটা ইন্টারচেঞ্জ’ নামে চিহ্নিত করা হয়েছে।
বিজেপির সমালোচনা
এই উদ্যোগের বিরোধিতা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার। তার অভিযোগ— কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিহাস, প্রাসঙ্গিকতা ও সাংস্কৃতিক গুরুত্ব উপেক্ষা করে শুধু সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনুসরণ করেই সড়কের নাম বদলাচ্ছে, যা মূলত নজর কাড়ার কৌশল ছাড়া আর কিছুই নয়।
