জামায়াতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে: সালাহউদ্দিন আহমদ

পরকালের কথা বললেও দেশের বর্তমান বাস্তবতায় মানুষের জীবনযাত্রা কীভাবে চলবে—এ বিষয়ে জামায়াতে ইসলামী কোনো পরিকল্পনা উপস্থাপন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার দাবি, ধর্মের নামে ভিত্তিহীন প্রতিশ্রুতি দিয়ে দলটি মানুষকে বিভ্রান্ত করছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “যে দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো বাস্তব পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে—তাদের মুখোশ এখন উন্মোচিত হয়েছে। তারা বলছে—তাদের মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত। কিন্তু ইহকালে মানুষ কীভাবে বাঁচবে সে বিষয়ে কোনো বক্তব্য নেই।”

ন্যায়ভিত্তিক ও সাম্যের রাষ্ট্র গঠনে গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। কৃষকের উন্নয়নকে বিএনপির অগ্রাধিকার উল্লেখ করে বলেন, “কৃষক অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে।”

এ সময় তিনি নেতাকর্মীদের জ্ঞাননির্ভর ও মেধাভিত্তিক রাজনীতির চর্চায় মনোযোগী হতে আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জামায়াতের নির্বাচনী প্রচারণার সমালোচনা করেন। তিনি বলেন, “তারা কিছু সহজ কথা এমনভাবে বলছে যে সাধারণ মানুষ সেটিকে সত্য ভাবতে পারে। বেহেশতের টিকিটের কথা বলছে—এ ধরনের বক্তব্যে মানুষ বিভ্রান্ত হওয়ারই কথা।”
তিনি নেতাকর্মীদের এসব প্রচারণার জবাব দিতে আহ্বান জানান।

রিজভীর অভিযোগ, ভোট রাজনীতির সুবিধা নিতে জামায়াত ধর্মের নামে ব্যবসা করছে এবং মধ্যযুগীয় চিন্তাধারা সমাজে ফেরানোর চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *