বাবা–মা যা বলবেন, সন্তানদের তা নিঃশর্তে মানতে হবে—এ ধারণাকে সঠিক মনে করেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। তার মতে, মতভিন্নতা ও যুক্তিতর্কের মধ্য দিয়েই সন্তানদের নিজস্ব ভাবনা ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে।
দুই সন্তান—নিসা এবং যুগের সঙ্গে মতের অমিল হলে কিংবা তর্ক-বিতর্ক শুরু হলে তিনি তা উপভোগই করেন। এমনটাই জানায় টাইমস অব ইন্ডিয়া।
রেণুকা শাহানে পরিচালিত মারাঠি ছবি ‘উত্তর’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সন্তানদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন কাজল।
সন্তানদের সঙ্গে তর্ক হলে কীভাবে পরিস্থিতি সামাল দেন—এমন প্রশ্নে অভিনেত্রীর রসিক উত্তর,
“ঈশ্বরের কৃপা যে আমার মেয়ে এখানে নেই। থাকলে এই প্রশ্নটাকেও ঘিরে তর্ক শুরু হত! তবে সত্যি বলতে, বাবা–মায়ের সঙ্গে সন্তানদের তর্ক হওয়াটা খুবই জরুরি।”
তার মতে, এ ধরনের মতবিরোধ স্বাস্থ্যকর। কাজল বলেন,
“যদি সন্তান আমার সঙ্গে একমত না হয়, তাহলে বুঝব আমি এমন একজন মানুষকে বড় করে তুলছি যে প্রশ্ন করতে পারে। সব সময় অন্যের কথা মেনে নেওয়া নয়—প্রশ্ন করাও শেখা উচিত। আমার মেয়ে আর আমার মধ্যে নানা বিষয় নিয়ে মতবিরোধ হয়।”
এ সময় তিনি স্বীকার করেন, নিজের মায়ের সঙ্গে তিনি নাকি কখনো এমন তর্ক করতেন না। তবে পাশে বসা মা তনুজা সঙ্গে সঙ্গে হাসতে হাসতে প্রতিবাদ করেন—
“কাজল তো প্রতি মুহূর্তেই আমার কথার বিরোধিতা করত!”
