সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সবার থেকে আলাদা ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্য দেখলেই বোঝা যায়, কেন তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফারুকী বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা দেখলে ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এ অবস্থানে পৌঁছানো সহজ ছিল না; দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে তিনি এই জায়গা অর্জন করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক বিরল দৃষ্টান্ত। তার মধ্যে গ্রেস ও গ্রিট—এই দুই গুণের এক অনন্য সমন্বয় দেখা গেছে।
উল্লেখ্য, টানা ৩৯ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে বুধবার এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
