ভারতে বড়দিনকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে খ্রিষ্টানদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া (সিবিসিআই)। মধ্য প্রদেশের জবলপুরে পরপর দুটি ঘটনায় প্রার্থনা সভা ও ক্যারল গানের আসরে হামলার অভিযোগ ওঠার পর এসব ঘটনাকে ‘সবচেয়ে কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে সংগঠনটি।
এক বিবৃতিতে সিবিসিআই বলেছে, শান্তিপূর্ণ ক্যারল গায়ক ও গির্জায় প্রার্থনারত মানুষের ওপর হামলা ভারতের সংবিধানে নিশ্চিত ধর্ম পালনের স্বাধীনতা এবং ভয়হীনভাবে বেঁচে থাকার মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত।
সংগঠনটির বিবৃতি অনুযায়ী, গত ২২ ডিসেম্বর জবলপুরের শক্তিনগর এলাকায় একটি ক্যাথলিক প্রার্থনা সভায় একদল লোক ঢুকে পড়ে ধর্মান্তরের অভিযোগ তোলে। তবে আয়োজকেরা এ অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে, ২০ ডিসেম্বর শহরের গোরখপুর এলাকায় আরেকটি প্রার্থনা সভাতেও হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রার্থনা সভায় অংশ নেওয়া এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে শিশুদের সামনে গালাগাল করা হচ্ছে এবং শারীরিকভাবে হেনস্তা করা হচ্ছে। অভিযুক্ত হিসেবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জবলপুর শহর শাখার সহ-সভাপতি অঞ্জু ভরগবীর নাম উঠে এসেছে।
ভিডিওতে ওই নারীকে তার হাত মুচড়ে ধরা ও মুখ চেপে ধরতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
সিবিসিআই জানিয়েছে, ভিডিওটি দেখে তারা স্তম্ভিত। বড়দিনের প্রার্থনা সভা ভাঙচুরে জড়িত ‘জাতিবিরোধী’ শক্তির তৎপরতা গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে সংগঠনটি। একই সঙ্গে বিজেপির কাছে অঞ্জু ভরগবীকে দল থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছে তারা।
এদিকে, ছত্তিশগড়ে খ্রিষ্টানদের বিরুদ্ধে ২৪ ডিসেম্বর ‘বন্ধ’-এর ডাক দিয়ে ঘৃণামূলক ডিজিটাল পোস্টার ছড়ানোর ঘটনাও নিন্দা করেছে সিবিসিআই। সংগঠনটির মতে, এসব কর্মকাণ্ড সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে এবং আরও সহিংসতার পথ তৈরি করতে পারে।
সিবিসিআই কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর কাছে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানানো হয়েছে, যেন খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে বড়দিন শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপনের সুযোগ দেওয়া হয়।
এ ছাড়া ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম (ইউসিএফ) ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে ছত্তিশগড়ে প্রস্তাবিত বন্ধ বাতিলসহ দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
ইউসিএফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে ৮৩৪টি। আর ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত চলতি বছরে এ ধরনের ঘটনার সংখ্যা ৭০৬টি। সবচেয়ে বেশি হামলার অভিযোগ পাওয়া গেছে ছত্তিশগড় ও উত্তর প্রদেশে।
সূত্র: দ্য ওয়্যার
