আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে মার্কিন পাঁচ আইনপ্রণেতার পাঠানো চিঠি সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই চিঠিটি এখনো দেখেননি এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন দলটির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে। সে কারণে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা মার্কিন পাঁচ আইনপ্রণেতার চিঠিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সহযোগিতামূলকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান রাজনৈতিক সংকটের সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পৃক্ততা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এর মাধ্যমে জনগণ ব্যালট বাক্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সততা ও দলনিরপেক্ষতার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ভূমিকা রাখবে।

তবে চিঠিতে এ বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয় যে, সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তবে তা গ্রহণযোগ্য হবে না।

জানা গেছে, মঙ্গলবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পাঁচ সদস্য—গ্রেগরি ডব্লিউ মিকস, বিল হুইজেনগা, সিডনি কমলাগার-ডোভ, জুলি জনসন ও টম আর সুওজ্জি—অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এ চিঠি পাঠান। তাদের মধ্যে গ্রেগরি ডব্লিউ মিকস প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য। বিল হুইজেনগা ও সিডনি কমলাগার-ডোভ যথাক্রমে প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য।

এ চিঠিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ‘হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি’র ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *