তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাবেন বিএনপির ৫০ হাজার নেতাকর্মী

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে ফরিদপুরে ব্যাপক প্রস্তুতি, ঢাকায় যাবে অন্তত ৫০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় ১৮ বছর পর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশের মতো ফরিদপুরেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জেলার সব ইউনিয়ন ও উপজেলা থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা বিএনপি সূত্র জানায়, ফরিদপুর থেকে ঢাকায় যাত্রা শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর রাত ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ থেকে। পদ্মা সেতু পার হয়ে নেতাকর্মীরা সরাসরি রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় নির্মিত বিশাল সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন। মঞ্চটি ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের। চারপাশে আলোকসজ্জা, ব্যানার ও ফেস্টুনে পরিবেশকে উৎসবমুখর করে তোলা হয়েছে।

ফরিদপুর থেকে ঢাকায় অন্তত ৫০ হাজার নেতাকর্মী পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য ইতোমধ্যে ৩০০টি বড় বাস এবং ২৫০টি বড় মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। জেলার ৯টি উপজেলা থেকেও আরও শতাধিক বাস ও মাইক্রোবাস ঢাকার উদ্দেশে রওনা দেবে। এ ছাড়া অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ট্রেনে করে রাজধানীতে যাবেন। পুরো আয়োজন ঘিরে ফরিদপুর জেলা বিএনপি সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। তবে নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সহযোগিতা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া বলেন, “আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উৎফুল্ল। দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দলের সর্বস্তরে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। এটি বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সারাদেশেই নেতাকর্মীরা সংবর্ধনা ও স্বাগত আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। ফরিদপুর থেকে ঢাকায় নেতাকর্মীদের অংশগ্রহণ হবে চোখে পড়ার মতো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *