বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে নরেন্দ্র মোদি চুপ থাকবেন না: বিজেপি নেতা

ময়মনসিংহে দীপু দাস হত্যার প্রতিবাদে কাশ্মিরে বিক্ষোভ, মোদিকে নিয়ে মন্তব্য বিজেপি নেতার

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ার জেলায় একটি হিন্দু সংগঠনের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভে বক্তব্য দেন বিজেপির নেতা ও জম্মু ও কাশ্মির বিধানসভার বিরোধীদলীয় নেতা সুনীল শর্মা।

বিক্ষোভে সুনীল শর্মা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ থাকবেন না। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী মোদিকে যুক্তরাষ্ট্র ও চীন ভয় পায়।

বিজেপি নেতা সুনীল শর্মার দাবি, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, তা কয়েকটি দেশের উসকানির ফল, যার মাধ্যমে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পায়। তিনি বিশ্বের সব জায়গায়, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক। ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিকভাবে একটি সুপারপাওয়ারে পরিণত হবে। এর আগেই কয়েকটি দেশ মিলে ভারতকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করছে।”

কাশ্মিরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্য।

বিক্ষোভকারীরা সেখানে ‘বন্ধ’ কর্মসূচির ঘোষণাও দেন। এর ফলে কিস্তওয়ার এলাকায় কিছু দোকানপাট বন্ধ রাখা হয়।

এ সময় সুনীল শর্মা আরও মন্তব্য করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে বাংলাদেশে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। তবে বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি নীরব থাকবেন না—এমন দাবি করে তিনি বলেন, “আমি নিশ্চিত, বাংলাদেশ হোক বা পাকিস্তান—মোদিজি চুপ থাকবেন না।”

সূত্র: ইকোনোমিক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *