প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান এবং শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। এতে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং পূর্বপরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। তিনি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।
সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে এ প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাতে অংশ নেন। সভা শেষে হোটেলের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্রের বিকাশ নিশ্চিত করতে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ সব পেশাজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের অপরিহার্য দাবি।
