আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনসংলগ্ন দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর শহীদ জিয়া মিলনায়তনে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় ফুলের শুভেচ্ছার মাধ্যমে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেওয়া হয়। যোগদানকারীরাও ফুল দিয়ে শুভেচ্ছা ও সমর্থন জানান।

জানা গেছে, আওয়ামী লীগ বড়শালঘর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু চেয়ারম্যানের নির্দেশে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য আলম হাজারীর নেতৃত্বে ওই নেতাকর্মী ও সমর্থকরা বিএনপিতে যোগদান করেন। তারা সবাই সাবেক আওয়ামী লীগ এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক ছিলেন।

এদিন বিকেলে নবাগত নেতাকর্মীদের নিয়ে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী উপজেলার ১ নম্বর শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামে একটি উঠান বৈঠকে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, মো. নাজমুল, আতাউর রহমান সয়ন, জানু মিয়া, মো. ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন, শাহ আলীসহ আরও অনেকে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বলেন, আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদান বিষয়টি দুঃখজনক। তারা যদি শুধু সমর্থক হতেন, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেত। বিষয়টি দলের হাইকমান্ডকে জানানো হবে এবং কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

অন্যদিকে, মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে ও সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজভি উল আহসান মুন্সী বলেন, যোগদানকারী নেতাকর্মীরা আগেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারা তাঁর বাবার সমর্থক ও কর্মী ছিলেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ও মঞ্জুরুল আহসান মুন্সীর প্রতি আস্থা ও ভালোবাসা থেকে বিএনপিতে যোগদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *