ভারতীয় দূতাবাসে ‘ঘৃণা জানাতে’ কালো গোলাপ নিয়ে যাত্রা শুরু করেছেন রাশেদ প্রধান

ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে একক পদযাত্রায় গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্দেশে যাত্রা শুরু করেছেন জাগপা’র সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে এই পদযাত্রা শুরু করেন তিনি। উল্লেখ্য, এ স্থানেই সম্প্রতি শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল।

পদযাত্রাকালে ভারতীয় দূতাবাসের জন্য সঙ্গে একটি কালো গোলাপ বহন করছেন রাশেদ প্রধান, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত।

যাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, “হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর ধরে সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দিল্লির জন্য যেন ছেলেখেলায় পরিণত হয়েছে। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের এই আগ্রাসী মনোভাবের প্রতি আমি তীব্র ঘৃণা জানাতে চাই।”

জাগপা’র মুখপাত্র আরও বলেন, “অতীতে একাধিকবার মিছিলসহ ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি বা চিঠি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে প্রশাসন আতঙ্কিত হয়ে মাঝপথেই এসব কর্মসূচি আটকে দিয়েছে। তাই এবার প্রায় আট কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রশাসন বুঝতে পারে—একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *