আপনারা সবাই ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আপনারা সবাই শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন। সবাই দোয়া করলে ইনশাআল্লাহ হাদি সুস্থ হয়ে ফিরে আসবেন। এই মুহূর্তে তার জন্য দোয়া অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “জুমার নামাজে সবাই যেন তার জন্য দোয়া করেন।” একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় অবস্থানকালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।

আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বর্তমানে শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *