লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানের শুটিং চলছিল। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহির পাটওয়ারীর উদ্দেশে বিএনপির এক সমর্থক প্রশ্ন করেন। এ সময় ইসলামী আন্দোলনের এক সমর্থক ক্ষুব্ধ হয়ে ওই প্রশ্নকারীকে জুতা প্রদর্শন করেন। এর জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল বলেন, “ইসলামী আন্দোলনের প্রার্থী জহির পাটওয়ারীকে প্রশ্ন করা নিয়ে এক সমর্থক জুতা প্রদর্শন করেন। এটিকে কেন্দ্র করে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
