ভারত বাংলাদেশ সীমান্তে ৭৯ শতাংশে বেড়া দিয়েছে

বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমান্তের প্রায় ৭৯ শতাংশ এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। একইভাবে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তের ৯৩ শতাংশের বেশি অংশে বেড়া দেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দেশের নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যেই সীমান্তে বেড়া নির্মাণের কাজ করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ভারত–পাকিস্তান সীমান্তের মোট দৈর্ঘ্য ২ হাজার ২৮৯ কিলোমিটার। এর মধ্যে ২ হাজার ১৩৫ কিলোমিটার এলাকাজুড়ে ইতোমধ্যে বেড়া স্থাপন করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ–ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার, যার মধ্যে ৩ হাজার ২৩৯ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া হয়েছে।

ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কতটুকু সীমান্ত এখনও বেড়াহীন রয়েছে—এমন প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য জগদীশ চন্দ্র বর্মা ও শর্মিলা সরকার। তাঁদের প্রশ্নের জবাবেই সংসদে এসব তথ্য উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তথ্য অনুযায়ী, ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত থাকলেও এর মধ্যে মাত্র ৯ কিলোমিটারে এখন পর্যন্ত বেড়া দেওয়া হয়েছে।

ভারতের মোট স্থলসীমান্তের দৈর্ঘ্য ১৫ হাজার ১০৬ কিলোমিটার এবং সমুদ্রসীমা ৭ হাজার ৫১৬ কিলোমিটার। দেশটি সাতটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে স্থলসীমান্ত ভাগাভাগি করে—বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গেই ভারতের সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *