বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমান্তের প্রায় ৭৯ শতাংশ এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। একইভাবে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তের ৯৩ শতাংশের বেশি অংশে বেড়া দেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দেশের নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যেই সীমান্তে বেড়া নির্মাণের কাজ করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ভারত–পাকিস্তান সীমান্তের মোট দৈর্ঘ্য ২ হাজার ২৮৯ কিলোমিটার। এর মধ্যে ২ হাজার ১৩৫ কিলোমিটার এলাকাজুড়ে ইতোমধ্যে বেড়া স্থাপন করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ–ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার, যার মধ্যে ৩ হাজার ২৩৯ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া হয়েছে।
ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কতটুকু সীমান্ত এখনও বেড়াহীন রয়েছে—এমন প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য জগদীশ চন্দ্র বর্মা ও শর্মিলা সরকার। তাঁদের প্রশ্নের জবাবেই সংসদে এসব তথ্য উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্য অনুযায়ী, ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত থাকলেও এর মধ্যে মাত্র ৯ কিলোমিটারে এখন পর্যন্ত বেড়া দেওয়া হয়েছে।
ভারতের মোট স্থলসীমান্তের দৈর্ঘ্য ১৫ হাজার ১০৬ কিলোমিটার এবং সমুদ্রসীমা ৭ হাজার ৫১৬ কিলোমিটার। দেশটি সাতটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে স্থলসীমান্ত ভাগাভাগি করে—বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গেই ভারতের সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে।
