ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির হামলাকারীরা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়েছেন—এমন দাবি নতুন করে করেছেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে সায়ের জানান, ভারতে প্রবেশের পর হামলাকারী ফয়সাল করিম মাসুদ একটি সেলফি পাঠিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওপর হামলায় জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

সায়ের আরও দাবি করেন, বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে—ভারতে যাওয়ার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর জোগাড় করে দেন। পোস্টে তিনি একটি নম্বর উল্লেখ করে বলেন, ওই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ কয়েকটি নম্বরে নিজেদের একটি সেলফি পাঠান।

তার দাবি অনুযায়ী, যেসব নম্বরে ছবিটি পাঠানো হয়েছিল, তার একটি ইন্টারসেপ্ট করে ওই সেলফি সংগ্রহ করা হয়। ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে। তাঁর চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্র বহন করবে বলে জানানো হয়েছে। পাশাপাশি চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনার পর থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *