বয়স নিয়ে কোনো রাখঢাক করেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ওহ্, আমার বয়স ৪৪। আই লুক সো হট।’ বয়সকে আত্মবিশ্বাসের সঙ্গেই উদ্যাপন করতে ভালোবাসেন—সে বার্তাই আবার স্পষ্ট করেন তিনি।
স্বস্তিকার ছবি মানেই নানা ধরনের মন্তব্য। ট্রল প্রসঙ্গে এক পোস্টে তিনি লেখেন, ‘আমি যা-ই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই।’ সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করেই কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেত্রী।
বয়স নিয়ে কটাক্ষের জবাবে তাঁর ভাষা আরও সোজাসাপ্টা। তিনি লেখেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ ট্রলকারীদের ব্যঙ্গ করতেও পিছপা নন স্বস্তিকা। নতুন পোস্টে বলেন, ‘আমি আর এদের ট্রল বলে সম্মান দিতে চাই না। এ রকম এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না।’
ভক্তদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিতে গিয়েও তাঁর নির্ভার মনোভাব ধরা পড়ে। এক পোস্টে জানান, দারুণ জুস খেয়েছেন বলেই সেই ছবি শেয়ার করেছেন।
জন্মদিনের আগমুহূর্তেও বয়স নিয়ে ছিলেন স্বস্তিকার মতোই স্বচ্ছ। লিখেছিলেন, ‘শেষ দুই মিনিট ৪৪ পূর্ণ হতে।’ নিজেকে লেখা জন্মদিনের বার্তায় অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি—‘তুমি দেখছ ক্লান্ত চোখ, আর আমি দেখছি অভিজ্ঞতা।’
ডার্ক সার্কেল বা বলিরেখা লুকোনোর প্রয়োজন নেই বলেই মনে করেন স্বস্তিকা। এগুলো তাঁর কাছে জীবনের অর্জন। সোশ্যাল মিডিয়ায় বারবার সেই বার্তাই দেন তিনি।
সমালোচনা আর ট্রলকে উপেক্ষা করে নিজের ছন্দেই এগিয়ে চলেন অভিনেত্রী। ৪৫ বছরে পা দিয়েও তিনি স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী ও নির্ভার। জন্মদিনের প্রাক্কালে লেখা ‘শেষ দুই মিনিট ৪৪ পূর্ণ হতে’—এই একটি বাক্যেই সময় ও বয়সের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক ফুটে ওঠে।
নিজেকে তিনি দেখেন একজন শিল্পী, মা ও বন্ধুর সম্মিলিত পরিচয়ে। জন্মদিনের লেখায় সেই তিন সত্তার কথাই মনে করিয়ে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
