ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) তিনি নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি পুলিশ লাইন্সের রান্নাঘর পর্যন্ত ঘুরে দেখেন এবং খাবার ব্যবস্থাপনার খোঁজখবর নেন। সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও মাংস ও আলুর অনুপাত নিয়ে তিনি মজার ছলে আপত্তি তোলেন। খাবার পরীক্ষা করতে গিয়ে তিনি বলেন, “এখানে তো মাংসের চেয়ে আলু বেশি।” একপর্যায়ে মাংস ও আলুর টুকরো গুনে দেখেন এবং রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি চাল ও ডালের গোডাউনও পরিদর্শন করেন এবং খাদ্য সংরক্ষণ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি পুলিশের খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি নরসিংদীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে শিগগিরই চিরুনি অভিযান শুরু করা হবে।
এ ছাড়া আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের পাশাপাশি পুলিশের মনোবলও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
