এটাতো একটা অসভ্যদের দেশ, ইতরদের দেশ করছো: ফজলুর রহমান

বিরূপ মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

হাজিরার সময় ফজলুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও কয়েকজন আইনজীবী।

ক্ষমা চাইতে গিয়ে ফজলুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, “আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।” তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল বলেন, “আপনার মতো ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য আমরা আশা করি না।”

এর আগে ট্রাইব্যুনালে প্রবেশের সময় বাধার মুখে পড়েন ফজলুর রহমান। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটা কী? এটা তো অসভ্যদের দেশ, ইতরদের দেশ বানিয়ে ফেলছো।”

গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এরপর গত ৩০ নভেম্বর তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তার মধ্যেই গত ৩ ডিসেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *