নরেন্দ্র মোদি’র বদলে আমি কি, মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব?: ভারতীয় গায়িকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’কে উদ্দেশ করে প্রশ্ন তোলার পর আইনি বিপদে পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। গত শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এতে যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের লখনৌসহ বিভিন্ন এলাকায় নেহার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় পেহেলগাম হামলা নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে। সেই মামলাগুলো থেকে রেহাই পেতে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন, যা আদালত নাকচ করে দিয়েছে।

চলতি বছরের এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী মোদিকে দায়ী করে নেহা মন্তব্য করেছিলেন। তিনি বলেন,
‘আজ দেশে শিক্ষা-স্বাস্থ্য গুরুত্ব পাচ্ছে না। জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভাজন যখন চরমে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি সরকারের বদলে জিন্নাহকে প্রশ্ন করব? দেশ এখন ধর্ম আর জাতির ভিত্তিতে চলছে।’
তার এই মন্তব্য দ্রুত ভাইরাল হলে সরকার-সমর্থিত গোষ্ঠীগুলো আইনি ব্যবস্থা গ্রহণ করে।

নিজের অবস্থানে অনড় নেহা দাবি করেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার আছে। তিনি কোনো উসকানিমূলক গান গাননি, কেবল প্রশ্ন তুলেছেন মাত্র। তবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এখনই তাকে জামিন দেওয়া হচ্ছে না, ফলে আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *